‘Jai Shri Krishna’ সিরিয়ালের এই ছোট্ট কৃষ্ণকে মনে আছে ? দেখুন তার বর্তমান গ্লামারাস লুক…

আপনার কি ‘জয় শ্রী কৃষ্ণ’ সিরিয়ালের সেই ছোট্ট কৃষ্ণকে মনে আছে ? যদি আপনার মনে থাকে, আপনার জানা উচিত যে অনেক বাচ্চারা টেলিভিশনে কৃষ্ণের ভূমিকা পালন করেছে। কিন্তু এই ছোট কৃষ্ণটির ব্যাপার কিছু বিশেষ ছিল যা দর্শকদের কাছে তার বিশেষ জায়গা তৈরি করেছিল।

এটা ভূমিকাটি ধৃতি ভাটিয়া পালন করেছিল। অত্যাধিক মিষ্টতা চেহারার কারণে সে বহু মানুষের হৃদয় জয় করেছিল। ‘জয় শ্রী কৃষ্ণ’ তে কৃষ্ণের অভিনয়ের সময় তার মাত্র আরাই বছর বয়স ছিল।

আপনি এখন জেনে খুশি হবেন যে তার বয়স এখন ১১ বছর হয়ে গেছে এবং এখনও তার মিষ্টি চেহারা এবং দুষ্টমির অঙ্গভঙ্গি সকলের মন চুরি করে নেয় । আপনি কি দেখতে আগ্রহী যে তাকে এখন কেমন দেখতে হয়েছে ? এই ৮ বছরে কিভাবে ছোট কৃষ্ণের পরিবর্তন হয়েছে তা দেখতে আরও পড়ুন।

 

অনেকে তাকে আসল কৃষ্ণ ঠাকুর মনে করে ।

যদিও এটা একটি সিরিয়াল ছিল তবুও মানুষজন তাকে বাস্তবে সত্যি কৃষ্ণ ঠাকুর ভেবে দেখার জন্য আসত।

 

এখন তার ১১ বছর বয়স

এখন সেই ছোট্ট কৃষ্ণের ১১বছর বয়স। কিন্তু সে জানে যে তাকে ঐ সিরিয়াল কত জনপ্রিয়তা দিয়েছিল ।

 

সে বিশ্বাস করে যে শো টি তাকে ইতিবাচকতা দিক দিয়েছে।

এক সাংবাদিক বৈঠকে সে বলে যে এই শো টি তাকে ইতিবাচক দিক দেখিয়েছে। এখন সে ইস্কন মন্দির যায় শ্রী কৃষ্ণের দর্শন করতে ।

 

ধৃতি ষষ্ঠ শ্রেণির ছাত্রী

ধৃতি এখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পড়াশোনা ছাড়া সে ছবি তুলতে, নাচ করতে ও আঁকতে ভালোবাসে।

 

ধৃতির পরিবার

ধৃতির বাবা গগন ভাটিয়া একজন ব্যবসায়ী, তার মা পুনাম একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

 

ধৃতির নাচেও সখ আছে ।

বর্তমান সময়ে ধৃতি পড়াশোনা ছাড়াও ভারতীয় নৃত্য শিখছে এবং সে এটা খুব ভালোবাসে ।

 

‘জয় শ্রী কৃষ্ণ’ সিরিয়ালের পর অনেক সিরিয়ালে ধৃতি কাজ করেছে ।

ধৃতিকে অনেক ধারাবাহিকে দেখা গিয়েছিল, যেমন – ‘ডোন্ট ওয়ারি চাচু’,’ইস পেয়ার কো ক্যায়া নাম দু’

 

ধৃতি তার মা এর মতন হতে চায় ।

যখন ধৃতি কে জিজ্ঞেস করা হয় যে সে ভবিষ্যতে কি হতে চায় তখন সে বলে যে সে তার মায়ের মতন নৃত্যশিল্পী হতে চায়।

এই পর্যন্ত বন্ধুরা। যদি এই গল্পটি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে ।

Leave a Comment